কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মিথুন ভুঁইয়া (২০) নামে এক যুবককে খুনের অভিযোগ উঠেছে। মিথুন কুমিল্লা মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ডের বজ্রপুরের বাসিন্দা। খুনে অভিযুক্ত মেরাজ ওই এলাকার রহিম মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনওয়ারুল আজিম। এদিকে যুবক খুনের ঘটনায় মূল অভিযুক্ত মেরাজ ও তার সহযোগী শরিফুল ইসলাম রাসেলকে গতকাল মহানগরীর প্রফেসরপাড়া থেকে গ্রেফতার করা হয়। নিহত মিথুনের বাবা লিটন মিয়া জানান, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় তারা মিথুনের ওপর ক্ষিপ্ত ছিল। বুধবার তার ছেলে বাড়ির পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় মেরাজ বড় একটি ছুরি নিয়ে এসে তাকে কোপাতে থাকে। এতে মিথুনের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার বিকালে মিথুনকে কুমিল্লা নিয়ে আসা হয়।
ভর্তি করা হয় কুমিল্লা মেডিকেল সেন্টারের আইসিইউতে। গতকাল ভোরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আবার ঢাকায় পাঠানো হয়।
সকাল ১০টায় সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিথুন। মিথুন স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনওয়ারুল আজিম জানান, দুপুরে দুজনকে আটক করা হয়েছে। আটক মেরাজ ও রাসেল সম্পর্কে আপন মামা-ভাগ্নে।
একটি মন্তব্য পোস্ট করুন