হোমনায় এলাকার শান্তি শৃঙ্খলার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

কুমিল্লার হোমনায় ইউনিয়নে মাদক,চুরি, ডাকাতি ছিনতাই, ইভটিজিং ও কিশোর গ্যাং সহ আইন শৃঙ্খলা অপরাধ নির্মূলের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে ঘাগুটিয়া ইউনিয়ন ২ নং বিট পুলিশিং ও এলাকার যুবসমাজের যৌথ আয়োজনে সমাজ বিরোধী কাজের বিরুদ্ধে সোচ্চার হতে সমাজের সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা করে এই অপরাধ দমন-সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঘাগুটিয়া ইউনিয়ন সমাজসেবক মোহাম্মদ আব্দুল আজিজ ভূঁইয়া এর সভাপতিত্বে উন্মুক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. মহাসিন সরকার, থানা অফিসার ইনচার্জ ওসি মো.আবুল কায়েস আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন,

উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার, ঘাগটিয়া ইউনিয়ন চেয়ারম্যান মফিজুল ইসলাম (গনি), থানার সাব-ইন্সপেক্টর সেকেন্দার মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দাউদুর রহমান দুধু, মোহাম্মদ আলী হোসেন, ইউপি সদস্য কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা খন্দকার মেহেদী হাসান প্রমূখ ।

সভায় বক্তারা বলেন, একটি গোষ্ঠী শান্তিপ্রিয় ঘাগুটিয়া, নালাদক্ষিণ মাধবপুর গ্রামকে অশান্তি করতে একটি চক্র চুরি-ডাকাতিসহ নানা অপরাধমূলক কাজে উঠেপড়ে লেগেছে। এর থেকে বাঁচতে পুলিশ বাহিনীসহ আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রতিনিয়ত সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।

Post a Comment

নবীনতর পূর্বতন