পরকিয়া নয় ভালবাসা

মিনতি ইসলাম একজন এসময়কার লেখক।গল্প কবিতা উপন্যাস সবই লিখেন।বার বছরে বিশটা বই প্রকাশ করেছেন।ফেইসবুকেও বেশ জনপ্রিয়। মানুষ হিসাবে বেশ ভাল তবে রাগ আর বিরক্তিবোধ একটু বেশি। ফেইসবুকে বা হোয়াটসঅ্যাপ, ইমো,ভাইবার কোনটাতেই তিনি অপরিচিত কারও সাথে গল্প করেন না।কেউ দু থেকে তিনটা মেসেজ করলে ব্লক দেন।কিন্তু কয়েকদিন থেকে মনটা বিক্ষিপ্ত হয়ে আছে।কিছুতেই ভাল লাগছে না।তাই ঠিক করেন আজ কিছু ফ্রেন্ড রিকুয়েষ্ট একসেপ্ট করবেন।করলেনও।কিছুক্ষণ পর একটা মেসেজ আসলো, চার বছর ঝুলিয়ে রাখার পর অবশেষে আজকে একসেপ্ট করলেন,এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর সেই ব্যক্তি মিনতি ইসলামের ফেইসবুকে গত দশ বছরের পোস্ট করা সব ছবি এবং লেখায় লাইক আর কমেন্ট করা শুরু করেন।এটা চলতে থাকলো দু'মাস ধরে।ছয় মাস পর ওই ব্যক্তির কাছ থেকে মেসেজ আসে

- এখন কিছু লিখছেন না যে

- অন্য কাজে ব্যস্ত আছি।

- আশাকরি খুব শীঘ্রই নতুন লেখা পাব।

- ইনশাআল্লাহ। 

এভাবেই প্রতিদিন কিছু কথা হতে হতে দুজনের বন্ধুত্ব হয়।মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো,ভাইবার সবখানেই সেই ব্যক্তির অবাধ বিচরণ। সারাদিন দুজনে নেটে কানেক্টেড থাকেন।কখনও মেসেজে কখনও কল দিয়ে কথা বলেন।চমৎকার সময় কাটান।

আচ্ছা স্নিগ্ধ আপনি তো জানেন আমি বিবাহিত, তাই না?

হুম,এটা তো অনেক আগে থেকেই জানি।

তাহলে আপনি আমার এত খেয়াল রাখেন কেন?

এটা আমার দায়িত্ব? 

কে দিয়েছে এই দায়িত্ব? 

নিজেই নিয়েছি।

আপনি কি জানেন আমি আপনার প্রতি দুর্বল হয়েছি?

হুম এবং আমিও। 

কি হবে এর পরিণতি? 

আপনি যা চাইবেন তাই হবে।

মানে আমি যদি সব ছেড়ে আপনার কাছে চলে যাই আপনি...

হুম,ওয়েলকাম করব।

কোন সমস্যা হবে না?

হবে,পারিপার্শ্বিকতায় একটু সমস্যা তো হবেই।সেটা আমাদের সহ্য করতে হবে।

না,আমি পারব না।

কি পারবেন না?

কোন ঝামেলায় জড়াতে।যা আছি এই ভাল আছি।

এইতো ঠিক জায়গায় এসেছেন।

মানে?

মানে এতক্ষণে ভাল কথা বলেছেন।

তাহলে এতক্ষন সায় দিচ্ছিলেন কেন?

না দিয়ে উপায় কি?

তার মানে শুধু আমিই আপনাকে ভালবাসি?

না,তা নয়।

তবে?

আপনি আমাকে যতটা ভালবাসেন বা মিস করেন আমি গত দুই বছর ধরে আপনাকে একশ গুন ভালবাসি এবং মিস করি।হাজারবার হাজারও কথা আমার মুখে আসে কিন্তু বলি না।অনেক কষ্টে সামলে নেই নিজেকে।আমার নিজেকে সামলে নেয়ার ক্ষমতা দেখে আমি নিজেই অবাক হই সেই সাথে মুগ্ধ হই।আমার দ্বারা আপনার কোনদিন কোনরকম ক্ষতি হবে না আমি প্রমিস করলাম।আপনি নিজে চাইলেও না। আমি আপনাকে যে কি পরিমান ভালবাসি,শ্রদ্ধা করি সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারব না।যদি বলেন আমি জীবনে বিয়ে করতে পারব না আমি সেটাতেও রাজি।আমি সারাজীবন অবিবাহিতই থেকে যাব।

আমি দিব্যি সংসার করছি আর আপনাকে সংসার করতে দিব না তা কি হয়? আপনার কি মনে হয় এমন অবিচার আমি আপনার সাথে করতে পারি?

না,তা কেন?আপনার প্রতি আমার অনূভুতির কথা বললাম।আপনার হাসি খুশি সুখি সমৃদ্ধি জীবন আমার কাম্য। আমি কোনদিন আপনার কোন কষ্ট দেখতে চাই না।আমি সইতে পারব না।আপনার পাশে আমি সবসময়ই থাকব।

আপনার স্বার্থ? 

আমার ভাললাগা,ভালবাসা।আপনি আমার সবচেয়ে প্রিয় মানুষ। 

সত্যি?

কোন সন্দেহ নেই এব্যাপারে! একদম সত্যি। 

কারও সবচেয়ে প্রিয়জন হওয়া সহজ কথা নয়।যদি সত্যিই আমি আপনার প্রিয়জন হয়ে থাকি তাহলে আপনার প্রতি আমার ওপর  অনেক দায়িত্ব বর্তায়। কি করব আমি?

ভালবাসবেন আর নিজে ভাল থাকবেন।সুন্দর সুন্দর লেখা লিখবেন।আর সেগুলো আমি পড়ে মুগ্ধ হব।

এক বছরের মধ্যে ভাল মেয়ে দেখে বিয়ে করবেন!

ভাল মেয়ে কিভাবে বুঝব?

আমাকে যেভাবে বুঝেছেন!

আপনাকে বুঝতে তো আমার পাচ বছর সময় লেগেছে!ঠিক আছে পাচ বছর পরেই না হয় বিয়ে করব!

এ্যাই একদম না!এক বছরের মধ্যেই বিয়ে করতে হবে।

তা,হবে না যে!

কেন?

আমার মায়ের ফুসফুস ক্যান্সার। ফাইনাল স্টেজে আছে।চেন্নাইতে চিকিৎসা করাচ্ছি।বছরের বেশিরভাগ সময় মা বাবা চেন্নাইতে থাকে।

মা কি সব জানেন?

হুম,ওখানকার ডাক্তার সব কথা রুগীর সামনে বলে দেয়। এই জন্য মা সবসময়ই কাদে। মায়ের যখন ক্যান্সার ধরা পড়ল সেই সময় প্রায় দুইশো রুগি ছিল।সারে তিন বছরে তারা কেউ বেচে নেই।শুধু মা আছে।

ডাক্তার কি বলেন?

যতদিন শরীরে মেডিসিন কাজ করবে ততদিন বাঁচবে আর কাজ না করলে...সবসময় আতংকে থাকি।

এগুলো আমাকে আগে বলেন নি কেন?

কি হত?আমি তো ভাল থাকতে চাই। আমার মন খারাপের চরম পর্যায়ে আপনাকে পেয়েছি।আমি এখন অনেক ভাল আছি।শুধু মনে হয় আমার কেউ একজন আছে।এই বিশ্বাস,আশ্বাস আমি হারাতে চাই না।আপনার ভালবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না প্লিজ।

আচ্ছা স্নিগ্ধ পরকিয়া কি?

আমার মনে হয় পরকিয়া বিষয়টাতে শারিরীক সম্পর্ক থাকে। 

আমাদের সম্পর্ক কি পরকিয়া?

না! একদম না।এগুলো মাথাতেই আনবেন না।

এই যে আমরা ঘন্টার পর ঘন্টা গল্প করি দুস্টামি করি

আল্লাহ পাপ লিখবে না?

মোটেও না! আমরা এমন কিছু গল্প করি না যে আল্লাহ পাপ লিখবে।পাপ অন্য জিনিস।আমরা ওদিকে যাব না।আমি কথা দিলাম।

অনেক ভাল লাগলো স্নিগ্ধ। আপনার প্রতি আমার সত্যিই অনেক ভালবাসা।অবশ্যই এ ভালবাসা টিকে থাকবে।আমরা ভাল থাকব।

ইনশাআল্লাহ।

Post a Comment

নবীনতর পূর্বতন