মুক্তিযুদ্ধা বসে ছিলেন দর্শক সারিতে, কাছে টেনে মঞ্চে বসালেন উপজেলা চেয়ারম্যান কিশোর

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী, কুমিল্লা : কুমিল্লার মুরাদনগর উপজেলার বীর মুক্তিযুদ্ধা আবু বক্কর অবশেষে সম্মানিত হয়েছেন। পেয়েছেন মর্যাদার আসন। সোমবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে মুরাদনগর উপজেলা মেটংঘর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ওই মুক্তিযুদ্ধাকে মঞ্চের নিচে বসতে দেখে মাইকে বক্তৃতা দেয়ার আগে তাকে মঞ্চে তুলে এনে নিজের পাশে চেয়ার দিয়ে

বসার সুযোগ করে দেন।

কুমিল্লার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোরের নির্দেশনায় অবশেষে একটি অনুষ্ঠানে একজন বীর মুক্তিযুদ্ধা তার যথাযথ প্রাপ্য সম্মাননা পেলেন।

বাঙ্গরা থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আকরাম হোসেন জানান, মুক্তিযুদ্ধা মঞ্চের দর্শক গ্যালারীতে বসেছিলেন তা দেখে উপজেলা চেয়ারম্যান বিচলিত হয়ে তৎক্ষনাত ওই মুক্তিযুদ্ধাকে সম্মানের সহিত ডেকে এনে মঞ্চে চেয়ারম্যান সাহেবের পাশে বসিয়ে সম্মাননা দেন। এমপি জাহাঙ্গীর সরকারও তার খোঁজখবর রাখবেন এবং পাশে আছেন। তার কোনো সহায়তা লাগলে উপজেলা চেয়ারম্যান ও এমপি দেবেন বলেছেন।

এছাড়া যেকোনো বিপদে মুক্তিযুদ্ধার পাশে থাকার আশ্বাস দিয়েছেন কিশোর সরকার।

মেটংঘর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মিলাদ মাহফিলের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ডক্টর কিশোর বলেন, মুক্তিযোদ্ধারা এ জাতির শ্রেষ্ঠ সন্তান। বাঙ্গালি জাতির অহংকার। মুক্তিযুদ্ধারা কষ্ট করে যুদ্ধ করে দেশ স্বাধীন করায় আজ আমি উপজেলা চেয়ারম্যান ও আমার বাবা জাহাঙ্গীর আলম সরকার আজ এমপি পরিচয় দিতে পারছেন, তারা দেশ স্বাধীন না করলে আমরা পশ্চিম পাকিস্তানের গোলাম হয়ে থাকতে হতো।


Post a Comment

নবীনতর পূর্বতন