খাগড়াছড়ি জেলা সদরের আরামবাগ (পুরাতন গরু বাজার) ঘাটপার এলাকায় থেকে অজ্ঞাত ব্যাক্তির এ লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাশ উদ্ধারের বিষয় খাগড়াছড়ি সদর থানার এসআই রিয়াজ জানান, স্থানীয় এলাকাবাসীর বিষয়টি খবর পেয়ে খাগড়াছড়ি সদর থানার ওসি'র নির্দেশে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে।
নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়সি বলে তিনি বলেন, ময়না তদন্ত শেষে ঘটনা মৃত্যুর কারন জানা যাবে এবং আইনি প্রক্রিয়া চলমান আছে।
প্রত্যক্ষদর্শী মেহেরাজ আলী ফাহিম বলে, নদীতে এক ব্যাক্তির লাশ ভেঁসে আসতে দেখে স্থানীয়রা তা নদীর এনে পুলিশে খবর দেন।
অজ্ঞাত লাশের মাথা ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। অজ্ঞাত ব্যাক্তির মরদেহ দেখতে ভীড় জমায় উৎশোক জনতা।
তারা জানায়, চেঙ্গি নদী দিয়ে এক ব্যাক্তির (পুরুষ) লাশ ভেঁসে আসতে দেখে স্থানীয় এলাকাবাসী নদীর পারে এনে পুলিশে খবর দেয়। অজ্ঞান মৃত্য ব্যাক্তির মরদেহ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন