৬ জেলায় শীর্ষে কুমিল্লা, তলানিতে ফেনী

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী, কুমিল্লা : এইচএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ। এ বোর্ডের আওতাধীন ছয়টি জেলার মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে কুমিল্লা জেলা। বিপরীতে তলানিতে রয়েছে ফেনী।

কুমিল্লা জেলায় এবার পাসের হার ৭৬ দশমিক ৩২ শতাংশ। অপরদিকে ৬১ দশমিক ৬৫ শতাংশ পাসের হার নিয়ে তালিকার একেবারে নিচে ফেনীর অবস্থান। তালিকায় কুমিল্লার পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। এ জেলায় পাসের ৭৫ দশমিক ৩৪ শতাংশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে। পরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।

বোর্ড সূত্রে জানা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ড কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর এবং নোয়াখালী, এই ছয়টি জেলার সমন্বয়ে গঠিত।

এবারের এইচএসসির ফলাফলে কুমিল্লা জেলায় পাসের হার ৭৬ দশমিক ৩২ শতাংশ, নোয়াখালীতে ৬৬ দশমিক ৬০ শতাংশ, ফেনীতে ৬১ দশমিক ৬৫ শতাংশ, লক্ষ্মীপুরে ৬৩ দশমিক ৩৫ শতাংশ, চাঁদপুরে ৭১ দশমিক ৯৬ এবং ব্রাহ্মণবাড়িয়ায় পাসের হার ৭৫ দশমিক ৩৪ শতাংশ।

Post a Comment

নবীনতর পূর্বতন