কুমিল্লায় নারী সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার মুরাদনগর ও দাউদকান্দি উপজেলার বালু ব্যবসায়ী ও মাদক কারবারিদের নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ ও প্রকাশ করায় দৈনিক তৃতীয় মাত্রার কুমিল্লা প্রতিনিধি ফাহিমা বেগম প্রিয়াকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
এ ঘটনায় ফাহিমা বেগম প্রিয়া ৪ ডিসেম্বর মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৪১৬) করেন। পাশাপাশি বিষয়টি প্রশাসনকেও অবহিত করেছেন।
সাংবাদিক ফাহিমা বেগম জানান, গত ৩ ডিসেম্বর বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ০১৫১৮৯০৩৭৫৯ নম্বর থেকে তার ব্যক্তিগত মোবাইলে কল করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হুমকিদাতা বালু ব্যবসায়ী এবং মাদক কারবারিদের সাথে সংশ্লিষ্ট বলে তিনি আশঙ্কা করছেন। নিরাপত্তাহীনতায় ভুগে তিনি থানায় জিডি করতে বাধ্য হন।
এ বিষয়ে মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, “সাংবাদিকের ওপর এমন হুমকি অত্যন্ত দুঃখজনক ও স্পর্শকাতর বিষয়। আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সাংবাদিক সংগঠনের নিন্দা ও উদ্বেগ :
সাংবাদিক ফাহিমার ওপর প্রাণনাশের হুমকির ঘটনায় কুমিল্লার স্থানীয় ও জাতীয় সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কুমিল্লার মুরাদনগর ও দেবীদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে বলেন, “মিডিয়ার স্বাধীনতা রক্ষায় প্রশাসনকে দ্রুত হুমকিদাতাদের আইনের আওতায় আনতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

দৈনিক তৃতীয় মাত্রার সম্পাদক রবিন সিদ্দিকী এক বিবৃতিতে বলেন, “আমাদের প্রতিনিধি ফাহিমা বেগম পেশাগত দায়িত্ব পালনের সময় হুমকির শিকার হয়েছেন, যা নিন্দনীয়। আমরা তার পাশে আছি এবং প্রয়োজনীয় সব ধরনের আইনি সহায়তা দেব।”

প্রশাসনের প্রতিশ্রুতি : এদিকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আলী আকবর জানান, “সাংবাদিকদের ওপর কোনো প্রকার হুমকি বা হামলার ঘটনা বরদাশত করা হবে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

Post a Comment

নবীনতর পূর্বতন