গোলাম কিবরিয়া সরকার বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং বুকের তাজা রক্ত দিয়ে যারা এ দেশকে জঞ্জাল মুক্ত করেছে আমি তাদের সকলকে শ্রদ্ধা ভরে স্বরণ করছি। মুরাদনগরের ২২ ইউনিয়নের মানুষ একটি পরিবারের কাছে বছরের পর বছর মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলো, মুরাদনগরের সাধারন এ মানুষের দুঃখ কষ্ট গুলো সোস্যাল মিডিয়ায় তুলে ধরার কারণে আমাকে অসংখ্য মামলা দেয়া হয়েছিল। মুরাদনগরে আর কোন মাফিয়াকে ও কোন একটি নির্দিষ্ট পরিবারকে দূর্নীতি এবং সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবেনা। তিনি আরো বলেন, আমি এখানে রাজনীতি করতে আসিনি, আমি এসেছি এই এলাকার সন্তান, আপনাদের ভাই হিসেবে। বর্তমান সরকারের গুরত্ব পূর্ন পদে রয়েছেন আমাদের গর্ব উপদেস্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। যার মাধ্যমে আমরা বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কাজ করে আসছি। দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে সকলকে মুরাদনগরের উন্নয়নে কাজ করতে হবে।
ফাহিমা বেগম প্রিয়া, কুমিল্লা : কুমিল্লার মুরাদনগর উপজেলার কোন গ্রামে আর কোন মাফিয়াকে দুর্নীতি এবং সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবেনা বলে স্পষ্ট বার্তা দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার। শনিবার দুপুরে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার অন্তর্গত গাজির হাট বাজারের নিজ কার্যালয়ে উপজেলার বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনের মতো শত শত সমর্থক ও সাধারণ জনতা একত্রিত হতে থাকে। পরে আগন্তুক জনতার সাথে এক অনির্ধারিত সভায় সকলের উদ্দেশ্যে এ বক্তব্য দেন তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন