দেবীদ্বারে জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

দেবীদ্বারে জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হলো উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ ও প্রাক্তণ পূণর্মিলনী।  শনিবার সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গণে শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি ও গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউশানের সাবেক প্রধান শিক্ষক মোঃ মোসলে উদ্দিন এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, গঙ্গামন্ডল বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ এবং গঙ্গামন্ডল মডেল কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার গাজী আনোয়ার হোসেন, ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ, ব্রাক ব্যাংকের সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোশারফ হোসেন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ফরিদ উদ্দিন মাস্টার, খোরশেদ আলম খোকন মাস্টার, ফুটবলার সাঈদুজ্জামান বাদল, জাকির হোসেন বাবুল, ইউপি সদস্য গাজী সালাউদ্দিন রুহুল, বিদ্যালয়ের সভাপতি শরিফুল ইসলাম ও প্রধান শিক্ষক মনিরুল ইসলাম প্রমুখ।

Post a Comment

নবীনতর পূর্বতন