আজ বৃহস্পতিবার দুপুরে দেবীদ্বার থানার অফিসার ইনচর্জের অফিস কক্ষে যাবতীয় পড়াশুনার শিক্ষা সামগ্রীর উপকরন সানজিদারর হাতে তুলে দেওয়া হয়।
জানা যায়, দেবীদ্বার থানার মোহাম্মদপুর সেরাজুল হক কলেজের নবীন বরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত হলে ওসি মো. আরিফুর রহমান জানতে পারেন অসহায় দরিদ্র পরিবারের এক বাক প্রতিবন্ধী সানজিদা আক্তার (১৭) আর্থিক অভাব-অনটনের কারণে লেখাপড়া চালাতে পারছেনা।
পরে কলেজের অধ্যক্ষের সাথে কথা বলে বাকপ্রতিবন্ধী ওই সানজিদাকে লেখাপড়া থেকে যেন ঝরে না পড়ে এবং পড়া লেখায় আরো উৎসাহিত হয় সেই জন্য এইচএসসি প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের যাবতীয় বই খাতা ও স্কুল ব্যাগ নিজ অর্থায়নে প্রদান করেন।
এ ছাড়াও তিনি দেবীদ্বার থানা এলাকায় গত শীতে রাত্রিকালিন পুলিশি টহল তদারকিকালে নিজস্ব অর্থায়নে আড়াল থেকে গরীব অসহায়দের কম্বল বিতরণ এবং বিভিন্ন মানুষকে সাহায্য,স্কুল ছাত্র-ছাত্রীদেরর সহায়তা এবং বিভিন্ন খেলাধুলায় সহযোগীতা করে যাচ্ছেন।
এই ব্যাপারে অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, আমার এই সামন্য সহযোগীতায় যদি একটি প্রতিবন্ধী মেয়ে লেখাপড়া চালিয়ে যেতে পারে, সমাজে কিছু মানুষ ভাল থাকে তবে আমি নিজেকে ধন্য মনে করব। ভবিষ্যতে সানজিদার লেখাপড়া করতে গিয়ে যেকোন সমস্যায় তার পাশে থাকব ইনশাআল্লাহ।
একটি মন্তব্য পোস্ট করুন