দুটি ছাগল, এক সফলতা : তাসলিমার স্বপ্নযাত্রা এখন শত ছাগলের খামার

ফাহিমা বেগম প্রিয়া, কুমিল্লা : এক সময়ের শখ ছিল ছাগল পালনের, আজ তা রূপ নিয়েছে সফল খামারে। দুটি ছাগল নিয়ে শুরু করেছিলেন যাত্রা, এখন তার খামারে রয়েছে শতাধিক ছাগল। স্বপ্ন আর অধ্যবসায়ের মিশেলে ভাগ্য বদলে ফেলেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার লাড়চৌ এলাকার তাসলিমা বেগম। এখন তিনি এলাকার নারী ও তরুণদের কাছে এক অনুপ্রেরণার নাম।

শুরুতে ইউটিউব দেখে ছাগল পালনের কৌশল শিখে নিজেই এগিয়ে যান খামার তৈরির পথে। এলাকার মানুষের নানা মন্তব্য উপেক্ষা করে আত্মবিশ্বাস নিয়ে কাজ চালিয়ে যান। প্রাণিসম্পদ অধিদপ্তরের পরামর্শ ও ইউটিউবের ভিডিও দেখে গড়ে তোলেন ছাগলের খামার। বর্তমানে দেশি জাতের ছাগল নিয়েই এগিয়ে যাচ্ছেন তিনি।

তাসলিমা বলেন, “দশ বছরের জন্য জমি লিজ নিয়ে শুরু করি। খামারের পাশে ঘাস চাষের জমিও নিয়েছি।” এখন লক্ষ্য আরও বড়—একশ ছাগল থেকে এক হাজার ছাগলে পৌঁছানো। তিনি মনে করেন, দেশি জাতের ছাগল রোগবালাই কম হয়, এবং একবারে একাধিক বাচ্চা প্রসব করে, ফলে খামারের পরিধি দ্রুত বাড়ানো সম্ভব।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইজমাল হাসান বলেন, “তাসলিমা বেগমের শ্রম ও স্বপ্ন তাকে আজ এই অবস্থানে এনেছে। তিনি এখন ব্রাহ্মণপাড়ার বেকার যুব ও নারীদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।”

Post a Comment

নবীনতর পূর্বতন